ফিরেছেন মিঠুন, রাদারফোর্ডের ঝড়ে সিলেটের আশা
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক শেন ওয়াটসনের হাফ সেঞ্চুরিতে ভর করে সিলেট থান্ডারের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ১৯৯ রান। সিলেটের মাটিতে বিপিএলে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ব্যাটিং করছে সিলেট।
ফিরেছেন মিঠুন, রাদারফোর্ডের ঝড়ে সিলেটের আশাঃ

৫০ রানে দুই উইকেট পড়া সিলেটকে পথ দেখাতে শুরু করেন মোহাম্মদ মিঠুন ও শারফান রাদারফোর্ড। ২২ বলে ৩০ রান করে ফিরে যান আসরের ইনফর্ম ব্যাটসম্যান মিঠুন।
বিপদজনক ফ্লেচারকে সাজঘরে পাঠালেন তাসকিনঃ
ম্যাচ জিততে হলে প্রতি ওভারে প্রয়োজন দশ রান করে। এমন সমীকরণ মাথায় রেখে আগ্রাসী সূচনা করেন সিলেট অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। আরেক ওপেনার আব্দুল মজিদকে সঙ্গে নিয়ে দেখেশুনেই খেলছিলেন তিনি।
কিন্তু বেশীক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। ১২ বলে ১৯ রান করে তাসকিন আহমেদের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। অপরপ্রান্তে ধুঁকতে থাকা মজিদকে (৭) বোল্ড করে ফেরান লুইস গ্রেগরি।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১৯৯/৫ (২০ ওভার)
(ওয়াটসন ৬৮, ডেলপোর্ট ২৫, নাঈম ৪২; এবাদত ২/৩০))
সিলেট থান্ডারঃ ১২৪/৩ (১৩ ওভার)
(রাদারফোর্ড ৪৬*, শফিক ৯*)