promotional_ad

ওয়াটসন-নাঈমের ব্যাটে রংপুরের রানের পাহাড়

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অধিনায়ক শেন ওয়াটসনের হাফ সেঞ্চুরিতে ভর করে সিলেট থান্ডারের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৫উইকেট হারিয়ে ১৯৯ রান। সিলেটের মাটিতে বিপিএলে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।


টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার নাঈম শেখ এবং অধিনায়ক শেন ওয়াটসন। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন নাঈম। শুরুতে দেখে শুনে খেললেও উইকেটে থিতু হয়েই ঝড়ো ব্যাটিং শুরু করেন ওয়াটসন।



promotional_ad

নাঈম ৩৩ বলে ৪২ রান করে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়েছেন। এর ফলে ওয়াটসনের সঙ্গে তাঁর ৭৭ রানের জুটি ভাঙে। সঙ্গী ফিরে গেলেও ওয়াটসন ডেলপোর্টকে নিয়ে রানের চাকা সচল রাখেন। তিনি ৩১ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন।


সিলেটের পেসার এবাদত হোসেন পরপর দুই বলে ডেলপোর্ট এবং ২৫) এবং ওয়াটসনকে (৬৮) ফিরিয়েছেন। লুইস গ্রেগরি বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি মাত্র ১৫ রান করে শেরফান রাদারফোর্ডের বলে ক্যাচ দিয়েছেন আন্দ্রে ফ্লেচারের হাতে।


এরপর শেষ দিকে মোহাম্মদ নবি উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৩ রানে ক্রিসমার সান্টোকির বলে ক্যাচ দিয়েছেন রনির হাতে। ফজলে রাব্বি ১৬ এবং আল আমিন (০) অপরাজিত থেকে রংপুরের লড়াকু সংগ্রহ নিশ্চিত করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। 



সংক্ষিপ্ত স্কোরঃ


রংপুর রেঞ্জার্সঃ ১৯৯/৫ (২০ ওভার) (ওয়াটসন ৬৮, ডেলপোর্ট ২৫, নাঈম ৪২; এবাদত ২/৩০))



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball