সিলেটের একাদশে ফিরলেন সান্টোকি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘরের মাঠে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আন্দ্রে ফ্লেচারের সিলেট থান্ডার। বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। ফলে আগে ব্যাটিংয়ে নামবে রংপুর রেঞ্জার্স। এই ম্যাচে সিলেট দুটি এবং রংপুর একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সিলেটের একাদশে ফিরেছেন ক্রিসমার সান্টোকি।

বৃহস্পতিবার ঘরের মাঠে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে হেরেছে সিলেট। সিলেটের স্পিনার নাঈম হাসান বলেছেন, দল হিসেবে খেলতে পারছে না থান্ডাররা। এ কারণেই এই হাল।
দুই দলের মধ্যকার শেষ দেখায় শেষ হাসি হেসেছিল রংপুর। মিরপুরে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছিল রেঞ্জার্সরা। মুস্তাফিজুর রহমান রংপুরের হয়ে নিয়েছিলেন ৩ উইকেট। তাই এই ম্যাচও বাঁহাতি এই পেসারের দিকে চেয়ে থাকবে ওয়াটসনবাহিনী।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ মোহাম্মদ নবি, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, শেন ওয়াটসন (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম, আরাফাত সানি, তাসকিন আহমেদ, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম ও আল আমিন।
সিলেট থান্ডারঃ মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক),রনি তালুকদার, আব্দুল মজিদ, সোহাগ গাজী, আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, নাঈম হাসান, মনির হোসেন, মনির হোসেন, এবাদত হোসেন, শফিকউল্লাহ শফিক ও ক্রিসমার সান্টোকি।