promotional_ad

আসিফের বিধ্বংসী ইনিংসে ঢাকার লড়াকু পুঁজি

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন ঢাকা প্লাটুনের আসিফ আলী। তাঁর ক্যামিও ইনিংসে খুলনার বিপক্ষে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে ঢাকা। মুশফিকুর রহিমের দলের সামনে ১৭৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাশরাফিবাহিনী। 


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে ৪৫ রান দলের খাতায় যোগ করেন এই দুই ব্যাটসম্যান।


খুলনাকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ আমির। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করতে এসে তামিমকে সাজঘরে ফিরিয়ে ঢাকার উদ্বোধনী জুটি ভাঙেন বাঁহাতি এই পেসার। ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাট-বলে করতে ব্যর্থ হন তামিম। মিড অফে রবি ফ্রাইলিংকের হাতে ক্যাচ দিয়ে ২৩ বলে ৩ চার এবং এক ছক্কায় ২৫ রান করে ফেরেন তিনি।



promotional_ad

তামিমের বিদায়ের পরের ওভারেই বিজয়কে সাজঘরের পথ দেখান শফিউল ইসলাম। এলবিডাব্লিউর আবেদন করলে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন বিজয় কিন্তু বাঁচতে পারেননি তিনি। ১৩ বলে ১৫ রান করে আউট হন তিনি।


দুর্দান্ত স্পিনে মেহেদী হাসানকে মাত্র ১ রানেই আউট করেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এরপর দেখেশুনে ব্যাটিং করে জুটি গড়েন মুমিনুল হক এবং আরিফুল হক। ৫৬ রানের এই দুইজনের জুটি ভাঙেন আমির। ৩৬ বলে ৩৮ রান করা বাঁহাতি মুমিনুলকে আউট করেন তিনি।


ব্যাট হাতে নেমেই ঢাকার বোলারদের শাসন করতে শুরু করেন আসিফফ আলী। রীতিমত তাণ্ডব চালাতে থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৩ বলে ২ চার এবং ৪ ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন তিনি। শফিউল ইসলামের ওভারে ২২ রান আসিফ।


তাঁকে সঙ্গ দেন আরিফুল হকও। ৩০ বলে ৩৭ রান করেন তিনি। এই দুই ব্যাটসম্যানের জুটিতে ২৩ বলে ৫৪ রান যোগ হয় ঢাকার স্কোর বোর্ডে।



খুলনার হয়ে দারুণ বোলিং করে মাত্র ২৭ রানে ২ উইকেট নেনে মোহাম্মদ আমির। একটি করে উইকেট নেন শফিউল ইসলাম এবং আমিনুল ইসলাম।


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা প্লাটুনঃ ২০ ওভারে ১৭২/৪ (আসিফ ৩৯*, মুমিনুল ৩৮; আমির ২/২৭, বিপ্লব ১/১৫)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball