promotional_ad

ক্রিকেটের জন্য আদর্শ জায়গা পাকিস্তানঃ শেহজাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আহমেদ শেহজাদের মতে ক্রিকেটের জন্য আদর্শ জায়গা পাকিস্তান। বঙ্গবন্ধু বিপিএল খেলতে এসে সাংবাদিকদের এমনটাই জানান ঢাকা প্লাটুনের এই ক্রিকেটার। ডানহাতি এই ব্যাটসম্যান মনে করেন, পাকিস্তান আগেও নিরাপদ ছিল। এখনও আছে।


নিরাপত্ততা ইস্যুতে ঝুলছে বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য। বিসিবি চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। কিন্তু সম্পূর্ণ সিরিজ সেখানে আয়োজন করতে চাইছে পিসিবি। এমন অবস্থায় বিপিএল খেলতে এসে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কিছু বলেননি শেহজাদ। তবে চুপও থাকেননি এই ওপেনার।



promotional_ad

নিজ দেশের হয়ে সেখানে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরেছেন শেহজাদ। সম্প্রতি শ্রীলংকা দল পাকিস্তান সফরে গেছে। সেই সফরের উদাহরণও তুলে ধরেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে পিসিবির পক্ষে সাফাই গেয়েছেন এই ওপেনার।


শেহজাদ বলেন, `সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের, তারা যা মনে করে, তাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, পাকিস্তানে গিয়ে দারুণ সব উইকেটে খেলা, আন্তরিক আতিথেয়তা ও সেখানকার খাবার আমি উপভোগ করতাম। আমার মতে, ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ জায়গা।' 


`পাকিস্তান নিরাপদ। আগেও নিরাপদ ছিল, এখনও আছে। আমাদের নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সবকিছুই করছে। ক্রিকেটারদের খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন তারা। শ্রীলঙ্কা সফর করে গেল কদিন আগে, খুবই সফল সফর। কৃতিত্ব তাদের দিতে হয় যারা পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে পর্দার পেছন থেকে কাজ করে চলেছে।' শেহজাদ আরও যোগ করেন।



বিপিএলে এর আগেও এসেছেন শেহজাদ। প্রথম আসরে বরিশাল বার্নার্সকে ফাইনালে তোলার পেছনে বড় অবদান ছিল তার। আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন শেহজাদ। এছাড়া ৪০ বলে সেঞ্চুরি এবং ১৬ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছিলেন এই ব্যাটসম্যান।


বিপিএলে এখনও এই রেকর্ড দুটি নিজের করে রেখেছেন পাকিস্তানের এই ওপেনার। ২০১৬ সালে বিপিএলে সর্বশেষ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবার ঢাকা প্লাটুনের হয়ে খেলতে এসেছেন। সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball