সফলতার পেছনে গোপন রহস্য নেইঃ রুশো

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশো। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে জানালেন, এই সফলতার পেছনে কোনো গোপন রহস্য নেই তাঁর।
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে খুলনা। তিনটি ম্যাচের মধ্যে সবগুলোই জিতেছে তাঁরা। এই তিন ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান রুশোর রান যথাক্রমে ৬৪*, ৪২ ও ৬৬*। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে রুশো বলেন, 'যেটা আমি করতে পছন্দ করি, সেটাই আমি করি। যেভাবে নিজের সেরা দেয়া যায় সেভাবেই চিন্তা করি সবসময়। এমন দল পেয়ে আমি দারুণ ভাগ্যবান। সাফল্যের পেছনে কোনো গোপন রহস্য নেই।'
গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেন রুশো। সেই আসরে ১৪ ম্যাচে ৫৫৮ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পাঁচটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও হাঁকান তিনি। স্ট্রাইক রেট ছিল ১৫০।
এবারের আসরে দলকে প্লে অফে নেয়া নিয়ে তেমন চিন্তা নেই তাঁর। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যেতে চান তিনি।
রুশো বলেন, 'যেটা জিতেছি, সেটা আজই শেষ। আগামী দিন নতুন ম্যাচ। আমরা আসরে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি।'