নিজের দায়িত্ব জানেন বিজয়

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অভিজ্ঞ তামিম ইকবালের অনুপস্থিতিতে ঢাকা প্লাটুনকে ভালো শুরু এনে দেয়াই উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের মূল কাজ। শুধু তামিম না থাকাতে নয়, ওপেনার হিসেবে দলের ভিত গড়ে দেয়া বিজয়ের দায়িত্ব; জানা ডানহাতি এই ব্যাটসম্যানের।
অবশ্য প্রতি ম্যাচে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দায়িত্ব পালনে পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এবারের বিপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন বিজয়। যেখানে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। দুটি ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছেন না এই ডানহাতি।

দলে নিজের ভূমিকা সম্পর্কে বিজয়ে বলেন, 'ওপেনার যেই থাকুক সবারই দায়িত্ব থাকে ভালো একটা শুরু এনে দেয়ার। যেখানে তামিম ভাই খুবই পারদর্শী। আশা করি তাঁকে সাপোর্ট দিতে পারব পরবর্তী ম্যাচগুলোতে।
আমার দায়িত্ব হচ্ছে ভালো একটা সূচনা এনে দেয়া, পাওয়ার প্লের ৬ ওভার ভালোভাবে ব্যবহার করা। নতুন বলটা ভালো মতো কাজে লাগানো। যেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা সহজেই দলের রান বাড়াতে পারে। দুইটি ম্যাচে ভালো হয়েছে, আশা করছি সামনে আরও ভালো ভালো ইনিংস খেলতে পারব।'
ভালো খারাপের মধ্য দিয়ে কাটছে বিজয়ের বিপিএল। তবে নিজেকে আসরের ধারাবাহিক পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।
তিনি বলেন, 'ভালো খেলছি আবার খারাপও খেলছি। যেসব জায়গায় ভুল হচ্??ে চেষ্টা থাকবে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসার। যেখানে ভালো হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে আরও ভালো চেষ্টা থাকবে। সামনে আরও ম্যাচ আছে। চট্টগ্রামে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। চেষ্টা করব ধারাবাহিক পারফরম্যান্স করার।'