টস জিতলেন মুশফিক

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (২০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং রংপুর রেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২ টায়।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিং করছে খুলনা। ব্যাটিংয়ে নেমেছে রংপুর।

আসরে দুই ম্যাচ খেলে দুটি ম্যাচেই জিতেছে মুশফিকুর রহিমের খুলনা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তাঁরা। অপরদিকে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মোহাম্মদ নবির রংপুর রেঞ্জার্স। পয়েন্ট টেবিলের তলানিতে আছে তাঁরা।
খুলনা টাইগার্স একাদশঃ নাজমুল হোসেন শান্ত, রহমতউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদী হাসান, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক।
রংপুর রেঞ্জার্স একাদশ: নাঈম শেখ, মোহাম্মদ শেহজাদ, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবি (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, নাদিফ চৌধুরী, ফাজলে রাব্বি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।