মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে অধিনায়ক ইমরুল?

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (২০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ওয়ারিয়র্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
এবারের বিপিএলে দুইটি দলই বেশ ছন্দে আছে। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। অপরদিকে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে কুমিল্লা।
এই ম্যাচের আগে অবশ্য বড় দুঃসংবাদ পেয়েছে চট্টগ্রাম। ইনজুরির কারণে এই ম্যাচ তো বটেই, ঘরের মাঠে সবগুলো ম্যাচে নাও খেলতে পারেন চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
কলকাতা টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউণ্ডার। যে কারণে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু এতে কোনো লাভ হয়নি।

গত বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা প্লাটুনের বিপক্ষে আবারও পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠে মাহমুদউল্লাহর। যে কারণে তাঁকে ৭২ ঘণ্টার পূর্ণ বিশ্রাম দিয়েছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট ।
মাহমুদউল্লাহর চোটের বর্তমান অবস্থা নিয়ে চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির বলেন, ‘মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার বিশ্রাম দেওয়া হয়েছে। এ সময় ফিজিওর পর্যবেক্ষণে থাকবে সে। তবে মনে হচ্ছে না চোট খুব গুরুতর। কারণ তেমন ব্যথা নেই ওর।
যদি ব্যথা অনুভব করে, তাহলে স্ক্যান করানো হবে। যেহেতু ৭২ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে, সে কারণে আগামীকালের (শুক্রবার) ম্যাচে ওকে নিশ্চিতভাবেই পাচ্ছি না। হয়তো পরের ম্যাচেও সে থাকছে না।’
মাহমুদউল্লাহ যেসব ম্যাচে খেলেননি সেসব ম্যাচে চট্টগ্রামের অধিনায়কত্ব করেন দলের ক্যারিবিয়ান অলরাউন্ডার রায়াদ এমরিট। তবে মাহমুদউল্লাহ ফেরার পর একাদশেই জায়গা মিলেনি এমরিটের। এদিকে মাহমুদউল্লাহ জানান, ইমরুল কায়েসের অধিনায়কত্বে পুরোপুরি ভরসা করবে তাঁর দল।
সেক্ষেত্রে এই ম্যাচে চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয়ী অধিনায়ক ইমরুল কায়েস। চট্টগ্রাম শিবিরে একটি সুসংবাদও আছে। ড্রাফটের পর ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেটকে দলে ভিড়িয়েছে তাঁরা।
গেল ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের একাদশে কোনও পরিবর্তন আসেনি। এই ম্যাচেও পরিবর্তন আসার তেমন কোনও সম্ভাবনা নেই।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) , ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), লিয়াম প্ল্যাঙ্কেট (ইংল্যান্ড), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।
কুমিল্লা ওয়ারিয়র্স স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক, শ্রীলঙ্কা), সৌম্য সরকার, আল আমিন হোসেন সিনি., ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন অনি, ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), মুজিব উর রহমান (আফগানিস্তান) ও ডেভিড মালান (ইংল্যান্ড)।