ভুল স্ক্যান করানো হলো তামিমের!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) ঢাকা পর্বের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল। চোটাক্রান্ত স্থান স্ক্যান করাতে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পরামর্শ অনুযায়ী স্ক্যান করান তামিম, কিন্তু সেটি ভুল জায়গায়!
ঢাকার একটি হাসপাতালে স্ক্যান করানো হলে সংশ্লিষ্ট চিকিৎসকরা চোটাক্রান্ত পায়ের বদলে কোমরে স্ক্যান করান তামিমের। এমন কাণ্ডে হতবাক হয়েছেন বিসিবির ফিজিওরা।

বিসিবির চিকিৎসকের কাছ থেকে স্ক্যান রিপোর্টের এই তথ্য জেনে তামিমও অবাক হন। তিনি বলেন, 'বিসিবি থেকে আমাকে জানিয়েছে, কোমরের স্ক্যান করানো হয়েছে। পুনরায় স্ক্যান করানো হবে।'
কুঁচকির চোটের গভীরতা জানতে আবারো স্ক্যান করাবেন তামিম। এছাড়া ভাইরাল জ্বরেও ভুগছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। সবমিলিয়ে আপাতত বিশ্রামে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
তাঁকে রেখেই চট্টগ্রাম পর্ব খেলতে গেছে ঢাকা প্লাটুন। চট্টগ্রামে প্রথম ম্যাচ খেলেননি তামিম। তবে আপাতত জ্বর কমেছে তাঁর।
আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর চট্টগ্রামে আরও দুটি ম্যাচ আছে ঢাকা প্লাটুনের। তবে সেই দুই ম্যাচে এখনও তামিমকে পাওয়ার নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ঢাকা।