মুশফিকের পর অবিক্রীত মুস্তাফিজও

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলামে দল পাননি বাংলাদেশের মুস্তাফিজ রহমান। ১ কোটি রুপি ভিত্তিমূল্যের বাঁহাতি এই পেসারকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
এর আগে প্রথম ডাকে অবিক্রীত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবার মুস্তাফিজও প্রথম ডাকে অবিক্রীত রয়ে গেছেন।

এখন পর্যন্ত আইপিএলের তিনটি আসর খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালের আইপিএলের নিলামে বাঁহাতি এই পেসারকে ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সেবার হায়দরবাদের শিরোপা জয়ের পথে বল হাতে দারুণ ভূমিকা পালন করেছেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন তিনি। এরপর ২০১৭ সালের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার।
আইপিএলের পরের আসরে মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজকে দলে ভেড়ায়। সেবার নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে নেয় মুম্বাই।
বল হাতে কার্যকরী পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। সেবার ৭ ম্যাচ খেলে ৭ উইকেট নেন বাঁহাতি এই পেসার। ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজকে আইপিএলে যেতে অনুমতি দেয়নি। এবার আবার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ।