ইমরুলের ক্যাচে ফিরলেন ইভান্স

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ২২১/৪ (২০ ওভার) (সিমন্স ৫৭, মাহমুদউল্লাহ ৫৯; হাসান ২/৫৫, শাকিল ১/২৭)
ঢাকা প্লাটুনঃ ১০৪/৪ (১১.৩ ওভার) (মুমিনুল ৪৫*, পেরেরা ১*; রানা ১/১১, মুক্তার ৩/২৫)
আবারো মুক্তারঃ ঢাকা প্লাটুনের শিবিরে আবারো আঘাত হানেন মুক্তার আলী। ইনিংসের ১২তম ওভারে তৃতীয় বলে পাকিস্তানি রিক্রুট আসিফ আলীকে (১৫) মেহেদি হাসান রানার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান মুক্তার। একই সঙ্গে নিজের তিন নম্বর উইকেট তুলে নেন তিনি।

মুক্তারের দ্বিতীয় শিকারঃ ইনিংসের দশ নম্বর ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মুক্তার আলী। চট্টগ্রামের ডানহাতি এই পেসার লরি ইভান্সকে (১৭) ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। ফলে ৮২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।
জাকেরের বিদায়ঃ মাত্র ১৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে চট্টগ্রামের ডানহাতি পেসার মুক্তার আলীর বলে আউট হন ঢাকা প্লাটুনের টপ অর্ডার ব্যাটসম্যান জাকের আলী। ২টি ছক্কা এবং ২টি চারের সাহায্যে এই ইনিংস সাজান তিনি। দলীয় ৬০ রানের মাথায় জাকেরের বিদায়ে ব্যাটিংয়ে নামেন ইংল্যান্ডের লরি ইভান্স।
ঢাকা শিবিরে মেহেদির আঘাতঃ বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ২২২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে এনামুল হক বিজয়কে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন চট্টগ্রামের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা। উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের হাতে বিজয়কে ক্যাচ বানিয়ে ফেরান রানা। ফলে মাত্র এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকার ওপেনারকে।
এর আগে বঙ্গবন্ধু বিপিএলের ১২তম এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ল্যান্ডেল সিমন্সের ব্যাটে প্রথমবারের মতো দুইশো পেরুনো ইনিংস গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে তারা। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ
চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, আভিস্কা ফারনান্দো, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, নাসুম আহমেদ, নাসির হোসেন, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস এবং মেহেদী হাসান।
ঢাকা প্লাটুন একাদশঃ
মুমিনুল হক, এনামুল হক বিজয়, লরি ইভান্স, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, হাসান মাহমুদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক, সালাউদ্দিন শাকিল।