বাংলাদেশ দল থেকে অব্যহতি চেয়েছেন ল্যাঙ্গেভেল্ট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। যে কারণে বাংলাদেশ দল থেকে অব্যহতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়েছেন প্রোটিয়া এই কোচ।

বিসিবিও তাঁকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আকরাম খান। দুই বছরের জন্য ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। তবে দায়িত্বের পাঁচ মাসের মাথায় অব্যহতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, 'ল্যাঙ্গেভেল্ট দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন। এ কারণে অব্যহতি চেয়ে বিসিবির কাছে তিনি অনুরোধ করেছেন। আমরাও তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সবকিছু নতুন করে সাজাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এর ধারাবাহিকতায় মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এবার ল্যাঙ্গেভেল্টকে ডেকে পাঠিয়েছে তারা।
কোর্টনি ওয়ালশের পরিবর্তে চলতি বছরের ২৭ জুলাই ল্যাঙ্গেভেল্টের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি।
আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সময় ল্যাঙ্গেভেল্টের জায়গায় বিসিবির একাডেমির বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।