একটি জয়ের খোঁজে সিলেট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) একটি ম্যাচ জয়ের অপেক্ষায় রয়েছে সিলেট থান্ডার। তাদের ধ্যান-জ্ঞ্যানে জয় ছাড়া কিছুই নেই বলে জানিয়েছেন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
গত ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছি সিলেট থান্ডার। টুর্নামেন্টে এখনও জয়ের দেখা পায়নি মোসাদ্দেকবাহিনী। ঢাকা পর্বে তিনটি ম্যাচ খেলেছে তারা, যেখানে তিনটিতেই হেরেছে দলটি। চট্টগ্রাম পর্বে ভাগ্য বদলানোর চেষ্টায় থাকা সিলেট প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২ উইকেটে হেরেছে।

যদিও ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছিল সিলেট। টানা হারতে থাকা দলটির পরবর্তী পরিকল্পনা নিয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে অধিনায়ক মোসাদ্দেক বলেন, 'উত্তর তো একটাই। আসলে জেতা ছাড়া কোনো পরিকল্পনা নেই আমাদের। আমি মনে করি একটা ম্যাচ আমাদের জিততে হবে। এছাড়া অন্যকোনো পরিকল্পনা নেই আমাদের।'
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলে সিলেট থান্ডার। সেই ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে হারে দলটি। এরপর রাজশাহী রয়্যালসের বিপক্ষে বাজে ব্যাটিং উপহার দিয়ে ৮ উইকেটের বিশাল হার মেনে নেয় তারা। ঢাকা প্লাটুনের বিপক্ষে লড়াই করে ২৪ রানে পরাজিত হয়ে সিলেট।
ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং; তিন বভাগে একত্রে পারফর্ম করতে পারছে সিলেট থান্ডার। যে কারণে বারবার হার মানতে হচ্ছে তাদের, বিশ্বাস দলটির অধিনায়ক মোসাদ্দেকের। তিনি বলেন, 'আসলে অন্য কিছু নয়। ক্রিকেটে আপনার তিনটা বিভাগে ভালো করতে হবে। হয়তো আমরা ব্যাটিংয়ে ভালো করলে বোলিং ভালো করছি না, আবার বোলিং ভালো করলে ব্যাটিং ভালো করছি না। আমার মনে হয় সব কিছুই একসাথে ভালো করতে হবে।'
টুর্নামেন্টে এখন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে সিলেটের। প্রথম পর্বে এখনও ৯ ম্যাচ হাতে আছে দলটির।