promotional_ad

‘নিষিদ্ধ’ শহীদকে দলে নিল ঢাকা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠে মারমারির ঘটনায় সম্পৃক্ততা থাকায় এক বছর স্থগিত নিষেধাজ্ঞা পান মোহাম্মদ শহীদ। স্থগিত নিষেধাজ্ঞা থাকলেও ডানহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএলের দল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। দলে স্থানীয় ক্রিকেটারের কোটা পূরণ করতে শহীদকে দলে নিয়েছে ঢাকা, জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।


১৭ নভেম্বর অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে ১০জন দেশি ক্রিকেটারকে দলে নেয় ঢাকা। বিপিএলের নিয়ম অনুসারে দলে একজন দেশি ক্রিকেটারের কমতি ছিল ঢাকার। যে কারণে শহীদকে দিয়ে সেটা পূরণ করেছে দলটি।


promotional_ad

একই সঙ্গে ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ বোনের বিয়েতে অংশ নিতে দেশে ফিরেছেন। কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যে কারণে একজন পেসারের ঘাটতি কমাতে শহীদকে দলে নিয়েছে ঢাকা, জানান সালাহউদ্দিন।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার এই কোচ বলেন, ‘আমাদের একটা জায়গা খালি ছিল, ১১ জন স্থানীয় খেলোয়াড় নিতে হয়। এদিকে ওয়াহাব রিয়াজও চলে গেছে তাই ব্যাক আপ হিসেবে একজন খেলোয়াড় নিতেই হয়। সে কারণেই শহীদকে অন্তর্ভুক্ত করা।’


ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রকিবুল হাসান, জাকির আলী ও মোহাম্মদ শহীদ, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান), সাদাব খান (পাকিস্তান)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball