ওয়েস্ট ইন্ডিজকে শাস্তি দিল আইসিসি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ধীর গতির কারণে জরিমানা গুনতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। চেন্নাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে ক্যারিবিয়ানদের ছাড় দেয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে পারেননি তারা। নির্দিষ্ট সময়ে৪ ওভার কম করায় ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার শন জর্জ ও নীতিন মেনন, থার্ড আম্পায়ার রডনি টাকার ও চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরি এই অভিযোগ আনেন কাইরন পোলার্ডের দলের বিরুদ্ধে। ক্যারিবিয়ান অধিনায়ক পোলার্ড অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধির ২.২২ ধারা অনুসারে অভিযুক্ত হয়েছেন পোলার্ডরা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর প্রত্যেক ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হবে।
৮ উইকেটের বড় জয় পাওয়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু ৪ ওভার দেরি করেছে, তাই দলটির ক্রিকেটারদের ৮০ শতাংশ জরিমানা হয়েছে।
চেন্নাইয়ের এই ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ, শিমরন হেটমায়ারের সেঞ্চুরিতে ভারতের দেয়া ২৮৮ রানের লক্ষ্য ২ উইকেটেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।