চট্টগ্রামের একাদশে নেই নাসির

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘরের মাঠে সিলেট থান্ডারের বিপক্ষে খেলতে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬.৩০ টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুক্ষণের মধ্যে আগে ব্যাটিং করতে নামবে সিলেট থান্ডার।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রায়ান বার্লের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ল্যান্ডেল সিমন্স। আর নাসির হোসেনের পরিবর্তে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, আভিস্কা ফারনান্দো, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস এবং মেহেদী হাসান,।
সিলেট থান্ডার:
রনি তালুকদার, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, সফিকউল্লাহ শফিক, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাঈম হাসান, দেলওয়ার হোসেন, ক্রিসমার সান্টোকি, নাজমুল ইসলাম এবং এবাদত হোসেন।