promotional_ad

আইপিএলের তুলনায় বিপিএল শিশুঃ সুজন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেট বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) শিশু বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।


দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাজ নজরে পড়ার মতো। সেই জায়গায় বিপিএল ফ্র্যাঞ্চাইজগুলো সারাবছর নিস্ক্রিয় অবস্থায় থাকে। বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বের করা, নিজস্ব একাডেমির ব্যবস্থা করা; এসব কাজ করছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।


promotional_ad

যে কারণে প্রতিবছরই তরুণ ক্রিকেটার বের করে আনছে আইপিএল, কিন্তু বিপিএল থেকে তেমন কোনো প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে পারছে না বাংলাদেশ।


যদিও বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টটি তৈরি করা হয়েছিল আইপিএলের আদলে। মুখে আইপিএলকে আদর্শ মেনে চললেও কাজের ক্ষেত্রে কিছুই হচ্ছে না বিপিএলে।


এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ বলেন, 'এরকম জায়গায় প্রতিটা ফ্রাঞ্চাইজির একাডেমি থাকে। আপনি যদি আইপিএল কিংবা ওদের দেশ চিন্তা করেন তাহলে কিন্তু আমরা শিশু। ভারতের ক্রিকেটের সঙ্গে আমাদের ক্রিকেট মিলালে সম্পূর্ণ ভুল হবে। ওরা যেখানে চলে গেছে, অর্থনৈতিক দিক বলেন, কাঠামোগত দিক; সত্যি কথা বলতে ওদের কাছাকাছিও নাই আমরা।'


'আইপিএলে যেটা হয়, ওরা একাডেমি থেকে খেলোয়াড় খুঁজে বের করে এবং ওই ফ্র্যাঞ্চাইজিতেই দেয়। আমাদের ফ্র্যাঞ্চাইজি ওইরকম প্রতিভা খুঁজেও না এবং আমাদের একাডেমিও নেই। এটা ফ্র্যাঞ্চাইজি যদি চিন্তা করে খেলোয়াড় বের করার ব্যাপারে, তাহলে সেটা ভবিষ্যতে দেখা যাবে।' যোগ করেন এই বোর্ড পরিচালক।


২০০৮ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ১২টি আসর শেষ করেছে আইপিএল। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলের আসর মাঠে গড়িয়েছে এখন পর্যন্ত ৬টি। এবার আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ আসর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball