রফিকের তাণ্ডবে জিতল শহীদ মুশতাক একাদশ
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসর নেয়া এই ক্রিকেটারদের শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুশতাক একাদশ; দুটি দলে ভাগ করে আয়োজন করা হয়েছে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটিতে শহীদ জুয়েল একাদশকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ।
সোমবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ জুয়েল একাদশের অধিনায়ক মিনহাজুল আবদীন নান্নু। সম্পূর্ণ ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে শহীদ জুয়েল একাদশ। জবাবে ১৮.২ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শহীদ মুশতাক একাদশ।
রান তাড়ায় ইনিংসের শুরুতে ৩৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে শহীদ মুশতাক একাদশ। তৃতীয় উইকেট জুটিতে দলের জয় নিশ্চিত করেন মেহরাব হোসেন অপি এবং দলের অধিনায়ক মোহাম্মদ রফিক।
তাঁরা দুইজন ১১৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। ম্যাচটি শেষ করে আসতে পারেননি মেহরাব হোসেন। তিনি ৪৭ বলে ৪ চার এবং এক ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে আউট হন। তবে অধিনায়ক রফিক প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান।

৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যেখানে ৮ চার এবং ৫ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের সাবেক এই তারকা স্পিনার এদিন পুরোপুরি ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
তাঁর সঙ্গে ২ রানে অপরাজিত ছিলেন জাহাঙ্গীর আলম। শহীদ জুয়েল একাদশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি এবং মাহমুদুল হাসান।
এর আগে এহসানুল হক সেজানের হাফ সেঞ্চুরি এবং সজল চৌধুরীর অপরাজিত ৪৬ রানের ইনিংসে লড়াই করার পুঁজি দাঁড় করায় শহীদ জুয়েল একাদশ। ইনিংসের শুরুতে ১১ রানের মাথায় উইকেট হারালেও সেখান থেকে দলকে শক্ত ভিত গড়ে দেন এহসানুল হক সেজান এবং শাহরিয়ার হোসেন।
তাঁরা দুইজন ৬৫ রানের জুটি গড়েন। শাহরিয়ার ২৭ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হলেও ৪২ বলে ৭ চার এবং এক ছক্কায় ৫২ রান করেন সেজান। এরপর দলের খাতায় দ্রুত রান যোগ করেন সজল। ২৯ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু নেমে ১৬ রান করেই আউট হন।
শহীদ মুশতাক একাদশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন শফিউদ্দিন আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মুশফিক বাবু এবং তারেক এজাজ।
সংক্ষিপ্ত স্কোরঃ
শহীদ জুয়েল একাদশঃ ২০ ওভারে ১৬২/৪ (এহসানুল ৫২, সজল ৪৬*; শফিউদ্দিন ২/২৭, তারেক ১/৩১)।
শহীদ মুশতাক একাদশঃ ১৮.২ ওভারে ১৬৬/৩ (রফিক ৮১, মেহরাব ৪৮*; খালেদ মাহমুদ ১/২৯, এনামুল হক ১/৭)।
শহীদ জুয়েল একাদশ দলঃ নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম, হাসিবুল হোসেন শান্ত।
শহীদ মুশতাক একাদশ দলঃ মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মুশফিকুর রহমান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলী, খালেদ মাসুদ পাইলট।