নিজের সঙ্গে খেলে সময় কাটছে সাইফউদ্দিনের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত এক বছর ধরে পিঠের ব্যথায় ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ কারণে বাংলাদেশ দলের এই পেস অলরাউন্ডার ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের পর থেকেই মাঠের বাইরে। মাঠের বাইরে থাকলেও নিজের সঙ্গে অন্যরকম এক খেলায় মেতেছেন তিনি।
বঙ্গবন্ধু বিপিএলেও খেলছেন না সাইফউদ্দিন। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় প্রতিদিনই খেলা দেখতে যাচ্ছেন তিনি।
খেলা দেখতে বসে ম্যাচের কঠিন অবস্থাগুলোতে নিজেকে কল্পনা করেন সাইফউদ্দিন। তিনি ওই অবস্থায় থাকলে কী করতেন, সেটা নিয়ে ভাবেন তিনি।
রবিবার সাইফউদ্দিন বলেন, ‘আমি মনে করি ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। আমি হয়তো বিপিএল খেলছি না। কিন্তু প্রতিটা বল আমি মাঠে বসে বা ইউটিউবে দেখি। হয়তো অন্য কেউ বোলিং করছে। তখন আমি চিন্তা করি যে, ওই অবস্থায় থাকলে আমি কীভাবে বোলিং করতাম। নিজের সাথে নিজে খেলি আরকি।’
‘আবার চিন্তা করি, আমি যদি ওই অবস্থায় ব্যাটিং করতাম তাহলে আমি কী করতাম। আমি হয়তো মাঠের বাইরে, কিন্তু আমার মনটা মাঠে পড়ে আছে। বিপিএল বা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ আমি দেখি, পুনপ্রচারও দেখি। মাঠের বাইরে থেকে মনস্তাত্ত্বিক যে খেলাগুলা, সেটা আমি উপভোগ করি। মনস্তাত্ত্বিক খেলাগুলো আমি আগেও খেলতাম।’
সাইফউদ্দিনের ইনজুরি সেরে ওঠার পথে। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে তাঁর মাঠে ফেরার কথা।
