আইপিএলের বাইরেও ভালো খেলতে হবেঃ পোলার্ড

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। এবারের নিলামে নাম দিয়েছেন বিশ্বের নামি-দামি অনেক ক্রিকেটার। নাম আছে বেশ কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটারেরও।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক কাইরন পোলার্ড জানিয়েছেন, আইপিএলে সুযোগ পেতে অন্যান্য টুর্নামেন্টেও ভালো করতে হবে ক্রিকেটারদের। নিজ দলের ক্রিকেটারদেরও একই পরামর্শ দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এ প্রসঙ্গে পোলার্ড বলেন, ‘আইপিএল থেকে অনেক কিছুই শিখতে পারে একজন ক্রিকেটার। বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে এখানে। বিখ্যাত সব কোচরা থাকেন। আইপিএল থেকে অনেক কিছুই শেখার রয়েছে। কিন্তু, আইপিএলে সুযোগ পেতে হলে এর বাইরের টুর্নামেন্টগুলোয় ভালো করতে হবে।’
পোলার্ডের ধারণা, আইপিএলে খেললে আর্থিক এবং অভিজ্ঞতার দিক থেকে ক্রিকেটাররা উপকৃত হলেও সেটা ক্রিকেটারদের মনকে পরিচালিত করতে পারে না। যে কোনো টুর্নামেন্টেই সুযোগ পেলে ক্রিকেটারদের ভালো করা উচিত মনে করেন পোলার্ড।
ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আইপিএলে নির্বাচন কারও হাতে নেই। কিন্তু পারফর্ম করে যাওয়াটা সবার হাতে রয়েছে। আইপিএলে খেললে আর্থিক এবং অভিজ্ঞতার দিক থেকে একজন ক্রিকেটার উপকৃত হবে ঠিকই, তবে সেই চিন্তা ক্রিকেটারের মনকে কখনোই পরিচালিত করতে পারে না। যে কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করতে হবে।’