বিপিএল গেল চট্টগ্রামে

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ হয়েছে। ঢাকা পর্ব শেষে আগামী ১৭ই ডিসেম্বর চট্টগ্রাম পর্ব শুরু হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
এই পর্বে ম্যাচ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ হবে।

এরপর আবারো ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে। তারপর সিলেট পর্ব এবং সব শেষে ঢাকা পর্বের মধ্য দিয়ে এবারের বিপিএল শেষ হবে।
ঢাকা পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আন্দ্রে রাসেলের রাজশাহী। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দুটি দলই তিনটি ম্যাচ খেলে দুটি করে জয় তুলে নিয়েছে। পয়েন্ট তালিকার শেষ স্থানে আছে রংপুর রেঞ্জার্স। দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা।
সিলেট থান্ডারে আছে ষষ্ঠ স্থানে। তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। রংপুরের চাইতে রেটিং পয়েন্টে এগিয়ে থাকায় ষষ্ঠ স্থানে আছে দলটি।