সালাহউদ্দিনের লড়াই নিজের সঙ্গে!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) একমাত্র বাংলাদেশি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাকি ছয় বিদেশি কোচের ভিড়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতেই পারেন ঢাকা প্লাটুনের এই কোচ। কিন্তু সালাহউদ্দিন জানিয়েছেন, তাঁর লড়াই শুধু নিজের সঙ্গে!
রাজশাহী রয়্যালস ইংল্যান্ডের ওয়াইস শাহ্, সিলেট থান্ডার দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, রংপুর রেঞ্জার্স নিউজিল্যান্ডের মার্ক ও'ডনেল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইংল্যান্ডের পল নিক্সন, কুমিল্লা ওয়ারিয়র্স ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন এবং খুলনা টাইগার্স ইংল্যান্ডের জেমস ফস্টারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে। অভিজ্ঞ এই কোচকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশের অন্যতম স্বনামধন্য এই কোচ।

নিজের সামর্থ্য এবং কৌশলের ওপর বিশ্বাস রাখছেন সালাহউদ্দিন। এতে বিফল হলেও বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর। তবে বঙ্গবন্ধু বিপিএলে আসা বিদেশি এই কোচদের থেকে যতটুকু সম্ভব শেখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।
সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে এসে ঢাকা প্লাটুনের কোচ বলেন, 'ওনাদের দেখে হয়তো অনেককিছু শিখতে পারব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে হয়তো অনেক মহান খেলোয়াড় ছিলেন কিন্তু আমার কাছে কোচিংটা সম্পূর্ণ ভিন্ন জিনিস।'
'ওনাদের থেকে যদি পারি শিখব। চ্যালেঞ্জ বলতে যেটা বলছেন সেটা নিজের সাথে সারাজীবনই করতে হবে। অন্যের সাথে চ্যালেঞ্জের চেয়ে আমার নিজের সাথে চ্যালেঞ্জটাই বেশি থাকে সবসময়। কারণ এদেশে টিকে থাকলে আপনাকে অনেক চ্যালেঞ্জ করেই টিকে থাকতে হবে।' যোগ করেন তিনি।
বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দুইবার শিরোপা জিতেছেন কোচ সালাহউদ্দিন। যা বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টে যে কোনো কোচের জন্য সর্বোচ্চ। দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন তিনি।
বিপিএলের বিশেষ এই আসরে দায়িত্ব পালন করছেন ঢাকা প্লাটুনের হয়ে। নিজের কৌশল কাজে লাগিয়ে সফল হওয়াই সালাহউদ্দিনের লক্ষ্য।