promotional_ad

দিনের সেরাঃ নাঈম শেখ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ ওপেনার নাঈম শেখ। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) রংপুর রেঞ্জার্সের হয়ে খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন। বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে এই ইনিংস খেলেন নাঈম। যদিও মাহমুদউল্লাহ রিয়াদের দলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রংপুর, তবু নাঈমকে ম্যাচ সেরার পুরষ্কার দিতে বাধ্য হয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।



promotional_ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ২০ বছর বয়সী নাঈম। প্রতিপক্ষের বোলারদের শাসন করে ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। হাফ সেঞ্চুরির পথে ৬টি চার এবং ৩টি ছক্কা মারেন তিনি।


এদিন রংপুরের বাকি ব্যাটসম্যানরা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। দলের হয়ে একাই লড়াই চাইলে যান নাঈম। শেষ পর্যন্ত ৫৪ বলে ৭৮ রান নিয়ে শেষ হয়ে নাঈমের এই ইনিংস।


তাঁর ব্যাটে ভর করেই ১৫৭ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় রংপুর। কিন্তু এই রানে প্রতিপক্ষকে আটকে রাখতে পারেননি দলের বোলাররা।



এই লক্ষ্যে ১৮.২ ওভারেই পৌঁছে যায় চট্টগ্রাম। ৬ উইকেট জয় পায় মাহমুদউল্লাহরা। কিন্তু ম্যাচ শেষে নাঈমের হাতে তুলে দেয়া হয় সেরার পুরষ্কার। এমন ইনিংস খেলেও খুব একটা সন্তুষ্ট হতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান।


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'ভালো খেলেছি কিছুটা ভালো লাগছে। কিন্তু দল জিতলে আরও বেশি ভালো লাগতো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball