promotional_ad

মাশরাফির ঢাকার দ্বিতীয় জয়

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাটসম্যানদের পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সিলেট থান্ডারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা প্লাটুন। ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন ওপেনার এনামুল হক বিজয়। অসাধারণ বোলিং করেছেন হাসান মাহমুদ, মাশরাফি বিন মুর্তজারা। আসরে দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা প্লাটুন।


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) দিনের দ্বিতীয় খেলায় সিলেটকে ২৪ রানে হারিয়েছে ঢাকা। টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি দাঁড় করায় ঢাকা। জবাবে ১৫৮ রানেই শেষ হয়ে যায় সিলেটের ইনিংস।


১৮৩ রানের লক্ষ্য তাড়ায় অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া দলের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। একাই লড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। টপ অর্ডার তিন ব্যাটসম্যান রনি তালুকদার, আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লস ভালো শুরু করলেও লম্বা করতে পারেননি নিজেদের ইনিংস।


রনি ১৪, ফ্লেচার ১০ এবং চার্লস আউট হয়েছে ১৯ রান করে। মোহাম্মদ মিঠুন, শফিকউল্লাহ শফিক ফিরেছেন এক অংকের ধরে থেকেই। ৬১ রানে ৫ উইকেট হারানো সিলেটের হাল ধরেন মোসাদ্দেক এবং তরুণ নাঈম হাসান।



promotional_ad

দুইজনে গড়েন ৩৬ রানের জুটি। ১০ রান করা নাঈমকে রান আউট করে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। এক প্রান্ত দিয়ে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে একা লড়াই চালিয়ে যান মোসাদ্দেক। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করার পর ৬০ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।


তবু দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়েছে সিলেট। ঢাকার হয়ে দারুণ বোলিং করে দুটি করে উইকেট নিয়েছেন তরুণ হাসান মাহমুদ এবং অভিজ্ঞ মাশরাফি।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নেন ঢাকা প্লাটুনের এনামুল হক বিজয়। ৩৩ বলে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান খেলেন ৪২ বলে ৬২ রানের ইনিংস। যেখানে ৮ চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি।


ব্যাট হাতে রান পেয়েছেন ওপেনার তামিম ইকবালও। তিনি খেলেছেন ২৮ বলে ৩১ রানের ইনিংস। দুই ওপেনার জুটি গড়েন ৮৫ রানের। তাঁরা দলকে গড়ে দেন বড় সংগ্রহের ভিত।


এরপর বাকি ব্যাটসম্যানদের অবদানে ১৮২ রান সংগ্রহ করে ঢাকা। ১২ বলে ২ ছক্কায় ২০ রান করেন জাকের আলী। তিনে নামা লরি ইভান্সও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ২১ বলে ২১ রানের ইনিংস খেলে তরুণ পেসার এবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি।



শেষের দিকে ওয়াহাব রিয়াজের ৭ বলে ২ ছক্কায় ১৭ এবং থিসারা পেরেরার ১০ বলে ২ ছক্কা, এক চারে ২১ রানে ইনিংস শেষ হয় ঢাকার। সিলেট থান্ডারের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, এবাদত হোসেন এবং দেলোয়ার হোসেন।


সংক্ষিপ্ত স্কোরঃ


সিলেট থান্ডারঃ ২০ ওভারে ১৫৪/৭ (মোসাদ্দেক ৬০*, চার্লস ১৯; হাসান মাহমুদ ২/২৪, মাশরাফি ২/২৯)।

ঢাকা প্লাটুনঃ ২০ ওভারে ১৮২/৪ (এনামুল ৬২, তামিম ৩১, মোসাদ্দেক ১/১৬, দেলোয়ার ১/২৮)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball