promotional_ad

বিজয়ের হাফ সেঞ্চুরিতে মাশরাফিদের বড় পুঁজি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এনামুল হক বিজয়ের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে সিলেট থান্ডারের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা প্লাটুন। মোসাদ্দেক হোসেন সৈকতের দলকে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছেন মাশরাফিবাহিনী। ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ১৮২ রান করেছেন দলটি। এবারের বিপিএলে এখন পর্যন্ত এটি দলীয় সর্বোচ্চ রান।


ইনিংসের শুরুতেই দলকে শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার এনামুল  এবং তামিম ইকবাল। নতুন বলে দারুণ ব্যাটিংশৈলী দেখিয়ে পাওয়ার প্লেতে দলকে কোনো উইকেট হারাতে দেননি এই দুইজন।


৬ ওভারে ৪৪ রানের জুটি গড়েন তাঁরা, যেখানে এনামুল খেলেছেন আগ্রাসী ইনিংস এবং তামিম ছিলেন সম্পূর্ণ বিপরীত। এরপর কিছু হাত খুলে খেলেন তামিম। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। ইনিংসের ১০তম ওভারে এসে মোসাদ্দেক হোসেন সৈকতকে সামনে এসে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। খেলেছেন ২৮ বলে ৩১ রানের ইনিংস।



promotional_ad

তামিম বিদায় নিলেও নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন এনামুল। ৩৩ বলে হাফ সেঞ্চুরি করে ইনিংস বড় করার দিকে এগোচ্ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু বেশি বড় করা হয়নি তাঁর। দেলোয়ার হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন তিনি।


৪২ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন এই ওপেনার। যেখানে ৮ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর বিদায়ের ??র ব্যাট হাতে দলের খাতায় দ্রুত রান যোগ করতে থাকেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী। তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি নাঈম হাসান। ১২ বলে ২ ছক্কায় ২০ রান করা জাকের আলীকে বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ ধরে ফেরান আন্দ্রে ফ্লেচার।


তিনে নামা লরি ইভান্সও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ২১ বলে ২১ রানের ইনিংস খেলে তরুণ পেসার এবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। শেষের দিকে ওয়াহাব রিয়াজ এবং থিসারা পেরেরার ক্যামিও ইনিংসে ১৮২ রানের বড় পুঁজি দাঁড় করায় ঢাকা প্লাটুন। ওয়াহাব ৭ বলে ২ ছক্কায় ১৭ এবং থিসারা ১০ বলে ২ ছক্কা, এক চারে ২১ রান করেন।


সিলেট থান্ডারের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, এবাদত হোসেন এবং দেলোয়ার হোসেন।



সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা প্লাটুনঃ ২০ ওভারে ১৮২/৪ (এনামুল ৬২, তামিম ৩১, মোসাদ্দেক ১/১৬, দেলোয়ার ১/২৮)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball