কুমিল্লার বিপক্ষে ইনিংসটি আত্মবিশ্বাস বাড়াবে তামিমেরঃ সালাউদ্দিন

ছবি: ছবিঃ সংগৃহীত

| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে রানের দেখা পেয়েছেন তামিম ইকবাল। শুক্রবার দাসুন শানাকার দলের বিপক্ষে ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ওপেনার। ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিশ্বাস কুমিল্লার বিপক্ষে খেলা ইনিংসটি তামিমের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
ইংল্যান্ড বিশ্বকাপ, শ্রীলংকা সফরে রানের দেখা পাননি তামিম। জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরলেও চল্লিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি তিনি। বাঁহাতি এই ওপেনার এনসিএলের মাঝে চোটে পড়ে ছিটকে যান দ্বিতীয় রাউন্ড থেকে। পাশাপাশি পারিবারিক কারণে যাননি ভারত সফরে।

এতো ধকল পেরিয়ে বঙ্গবন্ধু বিপিএল দিয়ে মাঠে ফিরলেও নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ঢাকা প্লাটুনের এই ওপেনার। তবে কুমিল্লার বিপক্ষে বড় ইনিংস খেলেছেন তামিম।
তামিমের ইনিংসটি নিয়ে ক্রিকফ্রেঞ্জিকে ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন বলেন, ‘আমার বিশ্বাস, এই ইনিংসটি তামিমের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সে কয়েকদিন ধরে রানের মধ্যে ছিল না। উইকেটে থিতু হওয়া দরকার ছিল। কুমিল্লার সঙ্গে এটা করতে পেড়েছে সে।’
বিপিএল শুরুর আগে একাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করেছেন তামিম। ওজন কমিয়েছেন ৫-৬ কেজির মতো। সব মিলিয়ে নিজেকে ফর্মে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছেন দেশসেরা এই ওপেনার।
এর আগে রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাত্র ৫ রানে আউট হলেও প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, তামিমকে নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফিফ বলেছিলেন, ‘আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করার আছে। গত বছরও তামিম বেশিরভাগ ম্যাচে এমন পারফরম্যান্সের ভেতর দিয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচজয়ী নক কিন্তু ওরই ছিল। তামিম এটা বারবার প্রমাণ করে এসেছে।’