চট্টগ্রাম-রংপুরের একাদশে সাত পরিবর্তন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ। একাদশে ফিরেই টস জিতলেন তিনি।

মাহমুদউল্লাহ ছাড়া চট্টগ্রামের একাদশে ফিরেছেন রায়ান বার্ল এবং মেহেদী হাসান রানা। রংপুরের একাদশে চারটি পরিবর্তন হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আভিস্কা ফারনান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, নাসির হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলী ও মেহেদী হাসান রানা।
রংপুর রেঞ্জার্স একাদশঃ মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম অমি, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।