মোসাদ্দেকদের প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে ঢাকা পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন এবং সিলেট থান্ডার। শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
ম্যাচটির আগে ফুরফুরে মেজাজে আছে ঢাকা। মাশরাফি বিন মুর্তজার দল হার দিয়ে আসর শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে নয় উইকেটের বড় ব্যবধানে হারে ঢাকা। এরপর থিসারা পেরেরার অলরাউন্ড নৈপুণ্যে শক্তিশালী কুমিল্লা ওয়ারিয়র্সকে ২০ রানে হারায় তারা।
অপরদিকে মানসিকভাবে পিছিয়ে থাকবে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডার। দলটি এবারের বিপিএলে দুই ম্যাচ খেলে ফেললেও একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি।
সিলেট তাদের প্রথম ম্যাচ হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে আট উইকেটে হারে তারা।
ঢাকা প্লাটুন স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকির আলী, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড) ও শহীদ আফ্রিদি (পাকিস্তান)।
সিলেট থান্ডার স্কোয়াডঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)।