promotional_ad

দক্ষিণ আফ্রিকার কোচ হচ্ছেন বাউচার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কিছুদিন ধরেই ফুটবলের কোচিং পদ্ধতি অনুসরণ করেছে দক্ষিণ আফ্রিকা। সেই পদ্ধতি অনুসরণ করেই গ্রায়েম স্মিথকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। তিনিই এবার জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন তাঁর সাবেক সতীর্থ মার্ক বাউচারকে।


এছাড়া দক্ষিণ আফ্রিকার অন্তবর্তীকালীন টিম ডিরেক্টর এনোক এনকিউ মার্ক বাউচারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনটাই জানিয়েছে, ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। এদিকে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিলেও স্মিথ কাজ করবেন তিন মাস।


promotional_ad

এমনটাই নিশ্চিত করেছেন তিনি। তাই তিনি কোচ হিসেবেও বাউচারকে অন্তর্বতীকালীন হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। ব্যাটিং কোচ হিসেবে জ্যাক ক্যালিসের নাম ঘোষণা করা হতে পারে বলেও গুঞ্জন আছে।


এদিকে, এবারই প্রথম জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন বাউচার। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল টাইটান্সের কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান। আশা করা যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই তিনি দায়িত্ব নিচ্ছেন।


আসন্ন এই সিরিজে চারটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকরা। বিশ্বকাপের পর থেকে সাদা পোষাকেও ফর্মে নেই প্রোটিয়ারা। তারা ইতোমধ্যে পাঁচটি টেস্টে হেরেছে। তাই বাউচারের প্রধান দায়িত্ব হবে প্রোটিয়াদের জয়ের ধারায় ফেরানো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball