স্টার্কের তোপে ধুঁকছে কিউইরা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
মার্নাস ল্যাবুশেনের সেঞ্চুরির পর টেল এন্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪১৬ রান করে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। তাঁরা ৫ উইকেটে ১০৯ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে।
বড় লক্ষ্যের জবাবে শুরুতেই দুই ওপেনার জিত রাভাল (১) এবং টম লাথামকে (০) হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে ৭৫ রান যোগ করে বিপর্যয় সামাল দেন কেন উইলিয়ামসন এবং রস টেইলর।
কিউই দলপতি উইলিয়ামসন ৩৪ রান করে মিচেল স্টার্কের শিকার হলে এই জুটি ভাঙে। এরপর আবারও শুরু হয় কিউই ব্যাটসম্যানদের আসা যাওয়া। মিডল অর্ডার ব্যাটম্যান হ্যানরি নিকোলস ফিরেছেন ৭ রান করে।

আর নেইল ওয়াগনার আউট হয়েছেন রানের খাতা খোলার আগে???। এরপর নিউজিল্যান্ডকে আর উইকেট হারাতে দেননি টেইলর এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং।
একপ্রান্ত আগলে রেখে ৮৬ বলে ৬৬ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন টেইলর। ওয়াটলিং অপরাজিত আছেন ওয়াটলিং। অস্ট্রেলিয়ার হয়ে ৩১ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার মিচেল স্টার্ক। হ্যাজেলউড কোনো রান না দিয়েই নিয়েছেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৪৬.২ ওভারে ৪১৬ (ওয়ার্নার ৪৩, ল্যাবুশেন ১৪৩, স্মিথ ৪৩, পেইন ৩৯, কামিন্স ২০, স্টার্ক ৩০; সাউদি ৪/৯৩, ওয়েগনার ৪/৯২)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩২ ওভারে ১০৯/৫ (উইলিয়ামসন ৩৪, টেইলর ৬৬*, ওয়াটলিং ০*; স্টার্ক ৪/৩১, হ্যাজেলউড ০/১)