মাহমুদউল্লাহ ফিট, ফিরছেন রংপুরের বিপক্ষে

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে হারের স্বাদ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও চোটের কারণে এই দুই ম্যাচে খেলা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। নেতৃত্বে ছিলেন রায়াদ এম্রিত। তবে চ্যালেঞ্জার্সদের জন্য সুখবর দিয়েছেন দলের ম্যানেজার ফাহিম মুনতাসির।
চোট কাটিয়ে সম্পূর্ণরূপে ফিট হয়ে ওঠেছেন মাহমুদউল্লাহ। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরবেন এই অলরাউন্ডার। সঙ্গে দলের নেতৃত্বভারও সামাল দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মিরপুরের একাডেমিতে অনুশীলনে আসে চট্টগ্রাম। শুরুতে গা গরমের পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। এর আগে কয়েকদিন অনুশীলন করলেও সম্পূর্ণরূপে ফিট ছিলেন না তিনি।

ম্যানেজার ফাহিম মুনতাসির বলেন, `রিয়াদ ফিটনেস টেস্টে পাশ করেছে। আমরা তার রিপোর্ট হাতে পেয়েছি। আগামী ম্যাচ থেকে মাঠে ফিরবে। দলের জন্য খুবই ভালো খবর এটি।
`পরবর্তী ম্যাচের জন্য একে একে পরিকল্পনা সাজিয়েছি। রংপুরের বিপক্ষে খেলা। আগের দিনটি আমাদের পক্ষে ছিল না। আশা করছি দল খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে।' মুনতাসির আরও যোগ করেন।
রিয়াদ মাঠে ফেরায় দলে আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন জুয়ায়ের হোসেন লিখন। অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে দলও ভালোভাবে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী এই লেগ স্পিনার।
লিখন বলেন, `রিয়াদ ভাই ফিরে আসাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে, যেহেতু আগের ম্যাচে হেরেছি। তিনি ফিরবেন, ভালো করবেন, দলও ঘুরে দাঁড়াবে সেই আশায় আছি। রিয়াদ ভাই আজ ব্যাটিং করলো, বোলিং, ফিল্ডিং মিলিয়ে খুব ফিটই লেগেছে।'
ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে এতোদিন মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। এবার বিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।