নতুন বলের চ্যালেঞ্জ উপভোগ করেন নাঈম

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নতুন বলে বোলিং করা যেকোনো স্পিনারের জন্য চ্যালেঞ্জিং একটি কাজ। তবে এই চ্যালেঞ্জ উপভোগ করেন বাংলাদেশের তরুণ অফ স্পিনার নাঈম হাসান। ইনিংসের শুরুতে ব্যাটসম্যানদের মাথার সঙ্গে খেলা বেশি উপভোগ্য ১৯ বছর বয়সী এই তরুণের কাছে।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) সিলেট থান্ডারের হয়ে খেলছেন নাঈম। দলের প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই খেলার সুযোগ আসে তাঁর। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে বল হাতে নিজের সামর্থ্য দেখান এই অফ স্পিনার।

৯২ রানের স্বল্প লক্ষ্যে ব্যাটিং করতে নামা রাজশাহী শিবিরে ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন নাঈম। ওভারের তৃতীয় বলে রাজশাহীর ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ০ রানে বোল্ড করে ফেরান তিনি।
এরপর আর উইকেট না পেলেও আঁটসাঁট বোলিং করে ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন এই তরুণ। যদিও দল হেরেছে, তবে নতুন বলে সফল হয়েছেন নাঈম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, 'আসলে নতুন বলে বোলিং করাটা অনেক উপভোগ করি। কারণ তখন চ্যালেঞ্জ বেশি থাকে। পাওয়ার প্লেতে ব্যাটসম্যানদের রান নেয়ার সুযোগ বেশি থাকে, আবার বোলারদের উইকেটও পাওয়ার সম্ভাবনা থাকে। তখন ব্যাটসম্যানকে দেখে বোলিং করার চেষ্টা করি।'
বাংলাদেশের জাতীয় দলে ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় নাঈমের। এখন পর্যন্ত সাদা পোশাকে দলের হয়ে ৪টি টেস্ট খেলে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার।