promotional_ad

সান্টোকির 'নো-বল' নিয়ে এখনই মন্তব্য নয়ঃ নিজাম উদ্দিন

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেট থান্ডারের পেসার ক্রিশমার সান্টোকির বিতর্কিত নো-বল ইস্যুতে তদন্তের ব্যাপারে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি নন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারে সন্দেহ জাগানিয়া নো-বল করেন ওয়েস্ট ইন্ডিজ পেসার সান্টোকি। যা সাড়া তোলে পুরো ক্রিকেট বিশ্বে। সান্টোকির এমন বলে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন সিলেট থান্ডার দলের পরিচালক তানজিল চৌধুরী।



promotional_ad

বিসিবির কাছে বিষয়টি তদন্ত করার অনুরোধও জানিয়েছেন তিনি। বিসিবির দুর্নীতি দমন ইউনিট এনিয়ে কাজ শুরু করেছে, ইঙ্গিত দিয়েছেন নিজাম উদ্দিন। এ বিষয়ে মন্তব্য না করলেও তিনি জানিয়েছে, দুর্নীতি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ টুর্নামেন্ট শুরুর আগেই নিয়েছে বোর্ড।


প্রধান নির্বাহী বলেন, 'আপনারা জানেন, দুর্নীতি ঠেকাতে প্রতি দলে একজন করে দুর্নীতি দমন ইউনিটের সদস্য নিয়োগ করেছি আমরা। কিন্তু এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না, এটা এই মুহূর্তে ভিতরের বিষয় হিসেবে থাকুক।'


গত বুধবার অনুষ্ঠিত চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছিলেন, সান্টোকির ওভার স্টেপিং করে নো-বল করার ব্যাপারে কোনো ধারণা ছিল না তাঁর।



সান্টোকিকে নিয়ে বিতর্ক চললেও রাজশাহী রয়্যালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ক্যারিবিয়ান এই পেসারকে একাদশে রাখে সিলেট থান্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball