promotional_ad

অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেন ব্রাভো

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হয়ে খেলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এই অলরাউন্ডার।


২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ব্রাভো। এক বছর যেতে না যেতেই আবারো ফিরে আসার ঘোষণা দিলেন তিনি। তবে শুধু মাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন ডানহাতি এই অলরাউন্ডার।


promotional_ad

শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্রাভো বলেন, 'আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ঘোষণা দিচ্ছি। একবার নির্বাচিত হলে আমি শুধু মাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমার মনে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, সমর্থক এবং তরুণ প্রতিভাবানদের জন্য রোমাঞ্চকর হবে।'


অবসরের সময় শুধু মাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন বলে জানিয়েছিলেন ব্রাভো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রশাসনিক পরিবর্তন দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। নতুন ম্যানেজমেন্টের দল নির্বাচনের স্বচ্ছতা দেখে মুগ্ধ হয়েছে ব্রাভো।


৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'তারা বুঝেছে এবং এখন শুনছে, এখন তারা বারবার আলোচনা করছে; এটাই পার্থক্য। যে কারণে আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয়া আমার জন্য সহজ ছিল। আমি অধিনায়ক, কোচ, সভাপতি, ক্রিকেট পরিচালক এবং নির্বাচকদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমি নিশ্চিত করেছি টি-টোয়েন্টিতে ফিরে আসার।'


২০১৬ সালের সেপ্টেম্বরে শেষবারের মতো জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ব্রাভো। ২০১০ সালে টেস্ট এবং ২০১৪ সালে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।


ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে এবং ৬৬ টি-টোয়েন্টি খেলেন এই অলরাউন্ডার। টেস্টে ২ হাজার ২০০ রানের পাশাপাশি ৮৬ উইকেট রয়েছে তাঁর। ওয়ানডেতে ২ হাজার ৯৬৮ রান এবং ১৯৯ উইকেট রয়েছে ব্রাভোর নামের পাশে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১ হাজার ১৪২ এবং ৫২ উইকেট নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball