সিলেট একাদশে বিতর্কিত সান্টোকি!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই বিতর্কের জন্ম দেন সিলেট থান্ডারের পেসার ক্রিশমার সান্টোকি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিশাল ওয়াইড এবং নো-বল করা এই পেসারের দিকে আঙুল তোলা হচ্ছে ফিক্সিংয়ের। তবু নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এই ক্রিকেটারকে একাদশে রেখেছে সিলেট টিম ম্যানেজমেন্ট।
বুধবার বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে লেগ সাইডে বিশাল ওয়াইড দিয়ে বসেন সান্টোকি। এটা স্বাভাবিক মনে হলেও ওভারের পঞ্চম বল ছিল কৌতুহল জাগানিয়ার মতোই। ডেলিভারিটি করার সময় সান্টোকির পা পড়ে পপিং ক্রিজের এক ফুটেরও দূরে।

এক ওভারে এমন দুটি ডেলিভারি পর সান্টোকিকে নিয়ে সন্দেহ করাই স্বাভাবিক। সিলেট থান্ডার দলের পরিচালক তানজিল চৌধুরীও ক্যারিবিয়ান এই পেসারকে নিয়ে করছেন সন্দেহ। তাঁর বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে করেছেন তিনি।
বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ করেছেন তিনি। তানজিল বলেন, 'তার (সান্টোকি) নো-বলটি ছিল সন্দেহজনক। তাকে এখনও বিসিবি থেকে ডাকা হয়নি কিন্তু আমি অভিযোগ দায়ের করেছি। আমি মৌখিকভাবে প্রধান নির্বাহী এবং বিসিবির দুর্নীতি দমন শাখার প্রধান মোর্শেদকে বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করেছি।'
এতো কিছুর পরও এই পেসারকে পরের ম্যাচের একাদশে রেখেছে সিলেট থান্ডার। যদিও পরিচালক তানজিল আগেই জানিয়েছিলেন, দল নির্বাচন করা ক্ষেত্রে তাঁর কোনো হস্তক্ষেপ থাকে না।
তিনি বলেন, 'আমাদের একাদশ নিয়ে কিছু করার থাকে না। এটা ম্যানেজমেন্ট এবং কোচ নির্বাচন করে।' চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারে সিলেট। সেই ম্যাচে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন সান্টোকি।