নিবন্ধন না করেও আইপিএল নিলামে মুশফিক!

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। কিন্তু নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি নিবন্ধন করা বাংলাদেশের কোনো ক্রিকেটারের। অবাক করার বিষয়, আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা হয়েছে নিবন্ধন না করা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের!
১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠেয় আইপিএলের নিলামের জন্য ৯৭১ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যেখান থেকে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে ৩৩২ জন ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কর্তৃপক্ষ।

শুধু মুশফিক নন, চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন নিবন্ধন না করা আরও ২৩ জন ক্রিকেটার। মূলত ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকায় এই ক্রিকেটারদের নিলামে যোগ করা হয়েছে।
নিবন্ধন না করে আইপিএল নিলামে নাম ওঠা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, ইংল্যান্ডের উইল জ্যাকস।
আইপিএল নিলাম থেকে আটটি দল মোট ৭৩টি খালি জায়গার জন্য ক্রিকেটার দলে ভেড়াবে। যার মধ্যে বিদেশি ক্রিকেটার নিতে হবে ২৯ জন। অর্থের নির্দিষ্ট সীমার ভেতরে থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে বাড়তি ক্রিকেটারও দলে রাখতে পারবে।
এদিকে, নিলামে মুশফিককে অন্তর্ভুক্ত করা হলেও এখনও তাঁর ভিত্তিমূল্য জানা যায়নি।