ঝড় তুলে ফিরলেন গুরবাজ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৪৪/৬ (২০ ওভার) (মুক্তার ২৯*, সিমন্স ২৬, নাসির ২৪, সোহান ১৯; বিপ্লব ১/২৫, ফ্রাইলিঙ্ক ১/২১)
খুলনা টাইগার্সঃ ৭৪/২ (৬ ওভার)

মুক্তার আলীর ক্যামিও ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার টাইগার্সের বিপক্ষে ৬ নম্বরে নেমে ডানহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান। জবাবে ব্যাট করছে খুলনা টাইগার্স।
ঝড় তুলে ফিরলেন গুরবাজঃ
১৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে মুক্তার আলীর বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। এটি বিপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ২০১২ সালে আহমেদ শেহজাদ ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। দুরন্ত রাজশাহীর বিপক্ষে বরিশাল বার্নার্সের হয়ে। এরপর ২০১৭ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ বলে হাফ সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসান ঢাকা ডায়নামাইটসে খেলা সেকুগে প্রসন্ন।
গুরবাজ-রুশোর ব্যাটে ঝড়ঃ
শুরুতে নাজমুল হোসেন শান্ত ৪ রান করে নাসুম আহমেদের শিকার হয়ে ফিরলেও ব্যাট হাতে ঝড় তুলেছেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। রানের চাকা সচল রাখছেন রাইলি রুশোও।