মুক্তারের ক্যামিওতে চট্টগ্রামের লড়াইয়ের পুঁজি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মুক্তার আলীর ক্যামিও ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার টাইগার্সের বিপক্ষে ৬ নম্বরে নেমে ডানহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে হাত খুলে খেলতে পারেননি চট্টগ্রামের দুই ওপেনার ল্যান্ডেল সিমন্স এবং চ্যাডউইক ওয়ালটন।
দুজনই রানের জন্য হাঁসফাঁস করেছেন। পাওয়ার প্লের পরের ওভারেই চট্টগ্রামের ওপেনার সিমন্সকে ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফেরান খুলনার পেসার শফিউল ইসলাম। এরপর আরেক ওপেনার ওয়ালটনকে (১৮) নিজের শিকার বানান শহিদুল ইসলাম।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন ইমরুল কায়েস এবং নাসির হোসেন। ব্যক্তিগত ১২ রানে ইমরুল রান আউট হলে এই জুটি ভাঙে। থার্ড ম্যান অঞ্চল থেকে দারুণ এক থ্রোতে ইমরুলকে আউট করেন নাজমুল হোসেন শান্ত।
এরপর ১৯ রান করা নুরুল হাসান সোহানও আউট হন রান আউট হয়ে। শুরু থেকেই দেখে শুনে খেলছিলেন নাসির। ব্যক্তিগত ২৪ রানে তিনি কট এন্ড বোল্ড হন আমিনুল ইসলাম বিপ্লবের বলে। চট্টগ্রামের অধিনায়ক রায়াদ এমরিট ১ রান করে ফিরেছেন রবি ফ্রাইলিঙ্কের বলে শহিদুলকে ক্যাচ দিয়ে।
এরপর রুবেল হোসনে নিয়ে চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দেন মুক্তার। একপ্রান্ত আগলে রেখে তিনি খেলেছেন ২ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪টি ছয়ে। ৬ রান করে অপরাজিত থাকেন রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৪৪/৬ (২০ ওভার) (মুক্তার ২৯*, সিমন্স ২৬, নাসির ২৪, সোহান ১৯; বিপ্লব ১/২৫, ফ্রাইলিঙ্ক ১/২১)