সমালোচনার ইস্যুতে নিরপেক্ষ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত সফর চলাকালীন সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সাংবাদিকদের সমালোচনা করছিলেন। ‘ক্রিকেটারদের উপর চাপ পড়ে সাংবাদিকদের লেখালেখিতে’- এমন মন্তব্যে পাল্টা সমালোচনায় পড়তে হয় মুমিনুলকে। অবশ্য এসব মন্তব্য সাংবাদিকের গায়ে না মাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তাঁর মতে, পেশাদারিত্বে সবাই সবার কাজ করবে এটাই স্বাভাবিক। ক্রিকেটাররা খারাপ খেললেও লেখা-লিখির অধিকার আছে সাংবাদিকদের, আবার ভালো খেললেও আছে। তাই সবাইকে সবার কাজ করার অনুরোধ করেছেন দেশসেরা এই অধিনায়ক।
বিশ্বকাপের বাজে পারফরম্যান্স নিয়ে কম সমালোচিত হননি মাশরাফি। কিন্তু এসব মাথায় নেননি তিনি। নিজেকে প্রস্তুত করে দীর্ঘ ১৫৯ দিন পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) দিয়ে ম্যাচে ফিরছেন অভিজ্ঞ ডানহাতি এই পেসার।

সতীর্থদেরও এসব সমালোচনাকে গায়ে মাখতে বারণ করেছেন মাশরাফি। ঢাকা প্লাটুনের নেতুত্বে আছেন তিনি। বৃহস্পতিবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে তাঁর দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,
‘আমার কাছে মনে হয় আপনাদেরও (সাংবাদিক) ব্যক্তিগতভাবে না নেওয়া উচিত। অনেকে এগুলোর সঙ্গে মানাতে পারে না। অনেক সময় দেখা যায় যে, বাইরের বিষয়গুলো অনেক খেলোয়াড় অনুসরণ করে। আমি ভালো খেললে আপনি লিখতে বাধ্য আবার আমি খারাপ করলেও আপনি লিখতে বাধ্য।’
‘যার যার পেশার দিকে মন দেওয়া উচিত। অনেকে চাপটা মাথায় নিয়ে নেয়। কিন্তু পেশার দিক থেকে সেটা মাথায় নেয়ার প্রয়োজন নেই। আপনি আপনার জায়গা, খেলোয়াড়রা তার জায়গা থেকে কাজ করবে এটাই স্বাভাবিক। মিডিয়ার দোষ দিয়ে তো ভালো খেলার সুযোগ নেই।
এমনটাও না আবার মিডিয়া যদি দোষ দিতে থাকে, সেটাও মাঠে খারাপ খেলার কারণেই। বড় খেলোয়ারদের কাছ থেকে সেটাই শুনেছি যে, যেটা বা যে লেখাটা আপনাকে চিন্তায় ফেলতে পারে সেটা এড়িয়ে যাওয়া ভালো। যার যে পেশা, তার সেটা নিয়ে থাকাটা জরুরি। একজন খেলোয়াড়কে শুধু মাঠের খেলা নিয়ে থাকাটা জরুরি।’ যোগ করেন মাশরাফি।
১৩ ডিসেম্বর আবারও দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি। নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে ঢাকা।