promotional_ad

রান আউট হয়ে ফিরলেন ইমরুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৬৫/৩ (১১ ওভার)


(সোহান ১*, নাসির ৬*)


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।  এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।


রান আউট হয়ে ফিরলেন ইমরুলঃ



promotional_ad

দুই ওপেনার ফিরে যাওয়ার পর দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন ইমরুল কায়েস এবং নাসির হোসেন। ব্যক্তিগত ১২ রানে ইমরুল রান আউট হলে এই জুটি ভাঙে। থার্ড ম্যান অঞ্চল থেকে দারুণ এক থ্রোতে ইমরুলকে আউট করেন নাজমুল হোসেন শান্ত।


পাওয়ার প্লের পর শফিউলের উইকেটঃ


পাওয়ার প্লের পরের ওভারেই চট্টগ্রামের ওপেনার ল্যান্ডেল সিমন্সকে ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফেরান খুলনার পেসার শফিউল ইসলাম। এরপর আরেক ওপেনার ওয়ালটনকে (১৮) নিজের শিকার বানান শহিদুল ইসলাম।


হাত খুলে খেলছেন সিমন্স-ওয়ালটনঃ


টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু হাত খুলে খেলতে পারেননি চট্টগ্রামের দুই ওপেনার ল্যান্ডেল সিমন্স এবং চ্যাডউইক ওয়ালটন। দুজনই রানের জন্য হাঁসফাঁস করেছেন। তবে সময়ের সঙ্গে হাত খুলে খেলেছে  দুজনই।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: 



রায়াদ এমরিট (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন,  নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস, ল্যান্ডেল সিমন্স এবং এনামুল হক জুনিয়র।


খুলনা টাইগার্স:


মুশফিকুর রহিম (অধিনায়ক) , রাইলি রুশো, রবার্ট ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমতউল্লাহ গুরুবাজ, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম এবং মোহাম্মদ আমির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball