চট্টগ্রামের একাদশে তিন পরিবর্তন
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে চট্টগ্রাম। একাদশ থেকে বাদ পড়েছেন আভিষ্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী এবং রায়ান বার্ল। একাদশে জায়গা পেয়েছেন কেসরিক উইলিয়ামস, ল্যান্ডেল সিমন্স এবং এনামুল হক জুনিয়র।

এই ম্যাচের মাধ্যমে বিপিএল যাত্রা করছে মুশফিকুর রহিমের খুলনা। চট্টগ্রাম অবশ্য বিপিএলের উদ্বোধনী ম্যাচেই খেলেছে। ম্যাচটিতে সিলেট থান্ডারকে পাঁচ উইকেটে হারানোয় ফুরফুরে মেজাজে আছে চট্টগ্রাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
রায়াদ এমরিট (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস, ল্যান্ডেল সিমন্স এবং এনামুল হক জুনিয়র।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম (অধিনায়ক) , রাইলি রুশো, রবার্ট ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমতউল্লাহ গুরুবাজ, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম এবং মোহাম্মদ আমির।