ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন মালান

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) নিজেদের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন কুমিল্লা ওয়ারিয়র্সের টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান। ঢাকা প্লাটুনের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটসম্যানদের অবদান রাখার জন্য পরামর্শ দিয়েছেন ইংলিশ এই ক্রিকেটার।
রংপুরের বিপক্ষে বুধবারের ম্যাচটিতে অধিনায়ক দাসুন শানাক ছাড়া বড় রান করতে পারেননি কুমিল্লার কোনো ব্যাটসম্যান। ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি।

ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত কুমিল্লার রান ছিল ৭ উইকেটে ১২৪। শেষ ২ ওভারে শানাকার তাণ্ডবে ৪৯ রান পায় কুমিল্লা এবং দলের রান দাঁড়ায় ১৭৩। তবে ঢাকার অভিজ্ঞ বোলিং আক্রমণের বিপক্ষে দলের বাকি ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়েছেন প্রথম ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা মালান।
বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে মালান বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ ঢাকার বিপক্ষে। কাগজে-কলমে ঢাকা খুবই ভালো দল এবং তাদের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। তাই গত ম্যাচের তুলনায় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে। প্রথম ম্যাচে আমাদের অধিনায়ক অসাধারণ খেলেছে। সে দলের রান ১৭৩ করেছে। ঢাকার বিপক্ষে দলের বাকি ব্যাটসম্যানদেরও ভালো করতে হবে।’
‘আমরা খুব একটা ভালো খেলিনি, তবু জিতেছি এটা ভালো দিক। এখন পর্যন্ত সবকিছুই ভালো লাগছে। বিশেষ করে যখন আপনি এবং আপনার দল ভালো করবে। চ্যালেঞ্জ তখনই আসে, যখন ভালো করবেন না। আশা করি টুর্নামেন্টে যতদিন যাবে, আমরা উন্নতি করব এবং জিতব। যা খুবই উপভোগ্য হবে।’ যোগ করেন তিনি।
১৩ ডিসেম্বর ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।