আফ্রিদির বিব্রতকর সেঞ্চুরি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেজি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী রয়্যালসের বিপক্ষে বৃহস্পতিবার শূন্য রানে আউট হয়েছেন শহীদ আফ্রিদি। এই ইনিংস দিয়ে শূন্যের সেঞ্চুরি পূর্ণ হয়েছে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের।
আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৪বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন আফ্রিদি। যার মধ্যে ওয়ানডে ফরম্যাটে ডাক ৩০বার। যদিও এই ফরম্যাটে আফ্রিদিকে পেছনে ফেলেছেন আরেকজন।

শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া ওয়ানডেতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ২৮ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন।
আফ্রিদি টেস্ট খেলেছেন ২৭টি। এর মধ্যে ৬ বার রানের খাতা খুলতে পারেননি তিনি। সাদা পোশাকে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি কোর্টনি ওয়ালশের।
মোট ৪৩ বার শূন্য রানে ফিরেছেন বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ। দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন ৩৫ বার শূন্য রানে থেমেছেন। এ ছাড়া গ্লেন ম্যাকগ্রা ৩৪ ইনিংসে শূন্য রানে আউট হন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফ্রিদি ৮ বার শূন্য রানে আউট হয়েছেন। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে আফ্রিদি ৫৬ বার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।