promotional_ad

পুরনো সতীর্থ ভুগিয়েছেন মাশরাফিদের

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে রংপুর রাইডার্সে খেলেছেন রবি বোপারা। এবারের বিশেষ আসরে বোপারার নতুন দল রাজশাহী রয়্যালস, মাশরাফির ঢাকা প্লাটুন। আর প্রথম ম্যাচেই সাবেক সতীর্থ মাশরাফিকে হারিয়েছেন বোপারা।


শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ে জাকের আলী (২১), আরিফুল হক (৫) ও মেহেদী হাসানকে (৬) রানআউট করেন বোপারা।



promotional_ad

পাশাপাশি বল হাতে তিন ওভারে ১৫ রান খরচায় তুলে নেন শহীদ আফ্রিদির (০) উইকেট। অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরা নির্বাচিত হন বোপারা। প্লাটুন অধিনায়ক মাশরাফিও আফসোস করেছেন রানআউট গুলো নিয়ে।


ম্যাচ শেষে মাশরাফি বলেন, 'প্রথম ম্যাচে হেরে গেলাম। এখনও লম্বা পথ বাকি। টি-টোয়েন্টিতে মোমেন্টাম গুরুত্বপূর্ণ। রানআউট আমাদের অনেক ভুগিয়েছে যখন সেট ব্যাটসম্যান রানআউট হয়, সেটা অনেক পিছিয়ে দেয়। কয়েকটি উইকেট একসাথে পড়লে দলের ব্যাটসম্যানরা চাপে পড়ে। সামনে আমরা আরও খেলব। 


আশা করি আজকের ম্যাচ থেকে শিখতে পারব। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। মিরপুরে আমরা এতো ভালো উইকেট সাধারণত পাই না। আমরা আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করব। সামনে ভালো করার চেষ্টা করব।'



আগে ব্যাটিং করে ঢাকা করেছে ২০ ওভারে নয় উইকেটে ১৩৪ রান। জবাবে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আন্দ্রে রাসেল-রবি বোপারার রাজশাহী। আসরে শুভ সূচনা হওয়ায় সন্তুষ্ট ইংলিশ এই ক্রিকেটার। 


বোপারা ম্যাচ শেষে বলেন, 'দল যথেষ্ট ভালো খেলেছে। আসরে আমাদের সূচনা ভালো হয়েছে। কন্ডিশন বা সবকিছু বিবেচনায় প্রথম ম্যাচ জয় অনেক গুরুত্বপূর্ণ। আমরা সামনের ম্যাচগুলোতেও ভালো করার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball