promotional_ad

১৫৯ দিন পর মাঠের লড়াইয়ে ফিরলেন মাশরাফি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষ খেলেছেন ইংল্যান্ড বিশ্বকাপে, এরপর আর ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। গত ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন মাশরাফি। মাঝে ১৫৯ দিন কোনো ম্যাচ খেলেননি তিনি।


এবারের বিপিএল ড্রাফটে শুরুতে দল পাননি মাশরাফি। বেশ কয়েক রাউন্ড পর ডানহাতি অভিজ্ঞ এই পেসারকে দলে নেয় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। 



promotional_ad

এরপর দলের নেতৃত্বের ভারও মাশরাফির কাঁধে দেয় ঢাকা প্লাটুন কর্তৃপক্ষ। ১২ ডিসেম্বর, রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১৫৯ দিন পর ক্রিকেটে ফেরেন দেশের ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার।


ঢাকার ব্যাটিং বিপর্যয়ের সময় ১০ নম্বরে নেমে ব্যাট হাতে দলের খাতায় ১০ বলে ১৮ রান যোগ করেন তিনি। ম্যাচে ৩ ওভার বোলিং করেছেন তিনি। দারুণ নিয়ন্ত্রিত ছিলেন তিনি। আঁটসাঁট বোলিং করে মাশরাফি ৩ ওভারে রান দিয়েছেন ১৮ রান। উইকেট না পেলেও তাঁর বোলিং জানান দিচ্ছে, এখনও ফুরিয়ে যাননি মাশরাফি।


বিপিএলে এখন পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। ২৪.৫৬ বোলিং গড়ে ৭৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।



ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফি। ২১৭ ম্যাচ খেলা এই পেসারের নামের পাশে রয়েছে ২৬৬ উইকেট। টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন ৪২ উইকেট। টেস্ট ম্যাচ খেলেছেন ৩৬টি, যেখানে ৭৮ উইকেট রয়েছে মাশরাফির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball