ভুলগুলো শুরুতেই ধরা পড়ায় ভালো হয়েছেঃ ও’ডনেল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা ভালো হয়নি রংপুর রেঞ্জার্সের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে তারা। ম্যাচ হারলেও ইতিবাচক আছেন রংপুরের কোচ মার্ক ও’ডনেল।
তাঁর মতে, প্রথম ম্যাচেই ভুলগুলো চোখের সামনে চলে এসেছে। যা টুর্নামেন্টের পরের ম্যাচগুলোর জন্য কাজে আসবে। বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলনে এসে ক্রিকফ্রেঞ্জিকে এটা জানান এই কিউই কোচ।
ও’ডনেল বলেন, ‘ম্যাচ হেরে একদিক দিয়ে ভালো হয়েছে। আমাদের কোথায় কোথায় সমস্যা আছে, সেগুলো খোলাসা হয়ে গেছে। আমরা সেগুলো নিয়ে এখন কাজ করছি। সামনের ম্যাচগুলোর ব্যাপারে দলের সবাই ইতিবাচক আছে।’

কুমিল্লার বিপক্ষে অবশ্য শুরুটা ভালো করেছিলেন রংপুরের বোলাররা। ১৬ ওভার পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষের দিকে দাসুন শানাকার ঝড়ে ওলট-পালট হয়ে যায় সব কিছু।
১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে থাকা কুমিল্লা শেষ ২ ওভারে নেয় ৪৯ রান। দাসুন শানাকা ৩১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নেন।
ও’ডনেলের দাবি, শানাকার বিপক্ষে বুদ্ধি দিয়ে বোলিং করতে পারেননি মুস্তাফিজ-তাসকিনরা। তার শক্তির জায়গায় বোলিং করে এই লঙ্কানকে বাড়তি রান করার সুযোগ তৈরি করে দিয়েছেন তাঁরা। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোকেও পরাজয়ের কারণ মানছেন এই কিউই।
ও’ডনেল বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। কিন্তু আমরা আমাদের শক্তিমত্তা অনুযায়ী বোলিং করতে পারিনি। পরিস্থতিতে বুঝে বোলিং করেনি বোলাররা। ১৬ ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতের নাগালেই ছিল।’
‘কিন্তু তখনই আমরা ব্যাটসম্যানের জোনে বোলিং করেছি। আর তার শক্তির জায়গায় বল করেছি, এই জন্য সে এত রান করেছে। আর পাওয়ার প্লেতে আপনি ৪ উইকেট হারালে ম্যাচ থেকে এমনিতেই ছিটকে যাবেন। ও’ডনেল আরও যোগ করেন।