promotional_ad

শানাকার ঝড়ো হাফ সেঞ্চুরিতে কুমিল্লার লড়াকু পুঁজি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দাসুন শানাকার ঝড়ো হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। শানাকার ব্যাট থেকে এসেছে ৩১ বলে ৭৫ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সজানো ছিল ৯টি ছয় এবং ৩ চারে। 


এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক শানাকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দলটির। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নবির বলে বোল্ড হয়ে আউট হন ইয়াসির আলী।


এরপর শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ভানুকা রাজাপাকশে  এবং টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। শুরু থেকেই ব্যাট হাতে সাবলীল ছিলে সৌম্য। ওপেনার ভানুকা রাজাপাকশের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি।



promotional_ad

বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ব্যক্তিগত ২৬ রানে সাবস্টিটিউট ফিল্ডার রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন মুস্তাফিজুর রহমানের বলে। এরপর ভানুকাও ফেরেন সাজঘরে। স্পিনার সঞ্জিত সাহার বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন ১৫ রান করা ভানুকা।


প্রথমে সঞ্জিতের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এরপর রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবি রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল পিচিং এবং হিটিং ছিল স্টাম্পে। ফলে আউট দেন আম্পায়ার।দেখে শুনে চড়াও হয়ে খেলতে থাকা ডেভিড মালান ব্যক্তিগত ২৫ রানে সঞ্জিত সাহাকে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে আউট হন।


তাঁর ফেরার পর সাব্বিরকে সঙ্গ দিতে আসেন দাসুন শানাকা। এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি সাব্বির ১৯ রান করে ফিরলে। সাব্বিরকে সঞ্জিতের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। এরপর ২ রান করা মাহিদুল ইসলাম বোল্ড হয়েছেন লুইস গ্রেগরির বলে।


এরপর গ্রেগরি ফিরিয়েছেন ৬ রান করা আবু হায়দারকেও। এরপর আর উইকেট পতন হতে দেননি শানাকা। একপ্রান্ত আগলে দলকে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে অপরজিত থেকে মাঠ ছেড়েছেন। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শানাকা। 



সংক্ষিপ্ত স্কোরঃ


কুমিল্লা ওয়ারিয়র্সঃ ১৭৩/৭ (২০ ওভার)


(শানাকা ৭৫*, সৌম্য ২৬, মালান ২৫; গ্রেগরি ২/২৫, মুস্তাফিজ ২/৩৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball