নিরাপত্তা শঙ্কায় ম্যাচ সরালো ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর। সিরিজ শুরুর আগে নিরাপত্তা শঙ্কায় প্রথম টি-টোয়েন্টির ভেন্যু পরিবর্তন করেছে বোর্ড অব কন্ট্রোর ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
সূচি অনুযায়ী প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুম্বাইয়ে। ভেন্যু পরিবর্তন করে তা নেয়া হয়েছে হায়দরাবাদে। ফলে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেই সিরিজ শুরু করবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

মূলত মুম্বাই পুলিশ নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোর কারণে সরিয়ে নেয়া হয়েছে ম্যাচটি। আগামী ৬ ডিসেম্বর মুম্বাইয়ের প্রখ্যাত ড. বাবাসাহেব আম্বেকারের মৃত্যুবার্ষিকী। সে দিনটিতে ভক্তরা 'মহা পরিনির্বান' দিবস হিসেবে পালন করে থাকেন।
এই দিনটিকে ঘিরে অনেক মানুষের সমাগম ঘটে মুম্বাইয়ে। ফলে মুম্বাইয়ের আইন শৃঙ্খলা বজায় রাখতেই স্থানীয় পুলিশ স্টেশনগুলো ব্যস্ত থাকবে। তাই তাঁরা এই ম্যাচে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে ম্যাচটি সরিয়ে নেয়ার জন্যও আবেদন করে মুম্বাই পুলিশ।
সেই আবেদনে সাড়া দিয়েই ম্যাচটির ভেন্যু বদল করা হয়েছে। সিরিজের বাকি ম্যাচগুলোর ভেন্যু অপরিবর্তিত রাখা হয়েছে। ৮ ডিসেম্বর থিরুভানান্থাপূর্ণমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর মুম্বাইয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দুই দল।
টি-টোয়েন্টি সিরিজের পর সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিরাট কোহলির দল। চেন্নাইয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তমে আগামী ১৮ ডিসেম্বর।
কাটাকে আগামী ২২ ডিসেম্বর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ভারতেই অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। তারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে।