promotional_ad

কর্নওয়ালের ঘূর্ণিতে বিধ্বস্ত আফগানিস্তান

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লক্ষ্ণৌতে একমাত্র টেস্টে ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়ালের অফ স্পিনের জবাব খুঁজে পায়নি আফগানিস্তান। তাঁর ঘূর্ণিতে টস হেরে ব্যাটিং করতে নামা আফগানরা গুটিয়ে গেছে ১৮৭ রানে। কর্নওয়াল একাই নিয়েছেন ৭ উইকেট।


জবাবে ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁরা এখনও পিছিয়ে আছে ১১৯ রানের ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জন ক্যাম্পবেল ৩০ এবং শামার ব্রোক্স ১৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।


টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না আফগানিস্তানের। তাঁরা দলীয় ২৮ রানেই হারায় ওপেনার ইব্রাহিম জাদরানের উইকেট। ব্যক্তিগত ১৭ রানে ডানহাতি এই ওপেনারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন কর্নওয়াল।


দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করেন জাভেদ আহমাদি ও ইহসানউল্লাহ। ৩৯ রান করা জাভেদকে ফিরিয়ে ৫৬ রানের এ জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এরপর আফগানদের আর ঘুরে দাঁড়াতে দেননি কর্নওয়াল।



promotional_ad

লাঞ্চের আগে দারুণ খেলতে থাকা ইহসানউল্লাহকে (২৪) শাই হোপের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। বিরতির পর একে একে রহমত শাহ (৪), নাসির জামাল (২) ও আসগর আফগানকে (৪) আউট করে পাঁচ উইকেটের বৃত্ত পূরণ করেন কর্নওয়াল।


আফগান অধিনায়ক রশিদ খান মাত্র ১ রান করে জেসন হোল্ডারের শিকার হয়েছেন। অষ্টম উইকেটে অভিষিক্ত আমির হামজাকে নিয়ে প্রতিরোধ গড়েন আফসার জাজাই। চা বিরতির আগে দ্বিতীয় স্পেলে ফিরে আফসারকে (৩২) এলবিডব্লিউ করে ৫৪ রানের এই জুটি ভাঙেন কর্নওয়াল।


বিরতির পর হামজাকে (৩৪) শেন ডওরিচের ক্যাচ বানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ইয়ামিন আহমদজাইকে ব্যক্তিগত ১৮ রানে ফিরিয়ে আফগানদের ইনিংস গুটিয়ে দেন কর্নওয়াল।


ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা কর্নওয়াল দুই স্পেলে ২৫.৩ ওভারে ৭৫ রানে নিয়েছেন ৭ উইকেট। গত ৪৮ বছরে ওয়েস্ট ইন্ডিজের কোনো স্পিনার এর চেয়ে ভালো বোলিং করতে পারেননি।


জবাবে খেলতে নেমে দলীয় ১৩ রানেই সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট (১১)। তিনি এলবিডব্লিউ হয়েছেন আমির হামজার বলে। ৭ রান করা শাই হোপ হয়েছেন রশিদ খানের শিকার। বাকি সময়টা দেখে শুনে পাড়ি দিয়েছেন ক্যাম্পবেল এবং ব্রোক্স।



সংক্ষিপ্ত স্কোরঃ


আফগানিস্তান প্রথম ইনিংসঃ ৬৮.৩ ওভারে ১৮৭/১০ (জাভেদ ৩৯, ইহসানউল্লাহ ২৪, জাজাই ৩২, হামজা ৩৪; কর্নওয়াল ৭/৭৫)


ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ ২২ ওভারে ৬৮/২ (ক্যাম্পবেল ৩০*, ব্রোক্স ১৯*; রশিদ ১/২৪, হামজা ১/২৫) Syed SamiCricket
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball